বিশেষ প্রতিনিধিঃবঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবগঠিত বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
শুক্রবার দুপুর ১২টায় নবগঠিত কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর নেতৃত্বে নবগঠিত কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. মিল্টন তালুকদার, যুগ্ম সম্পাদক প্রফেসর ড. মোঃ জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সুজন কান্তি মালী, প্রচার সম্পাদক সৌরভ কুমার দেবনাথ, ক্রীড়া সম্পাদক সুপ্রকাশ চাকমা, দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রহমান, শিক্ষা ও গবেষণা সম্পাদক আখিনুর শিলা, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক এম এম মেহেদী হাসান, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় এছাড়াও সিনিয়র শিক্ষক প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস, নবগঠিত কমিটির সদস্যবৃন্দ প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী, প্রফেসর এ বি এম মাহবুব মোর্শেদ খান, আব্দুল্লাহ আল হাসান, ডাঃ এস এম হানিফ, মোঃ রবিউল ইসলাম রুবেলসহ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী অর্ধ শতাধিক শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।