ট্রাম্পের দাবি অচেনা বাংলাদেশি প্রতিষ্ঠানকে ২৯ মিলিয়ন ডলার দিয়েছিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ‘রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী’ করতে ২৯ মিলিয়ন ডলার দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই টাকা গেছে এমন একটি প্রতিষ্ঠানের কাছে, যার নাম কেউ শোনেনি। এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরও বলেন, একটি ছোট ফার্ম এখান-ওখান থেকে ১০ হাজার ডলার করে পাওয়ার পর হঠাৎ যুক্তরাষ্ট্র সরকার থেকে ২৯ মিলিয়ন ডলার! ওই প্রতিষ্ঠানে কর্মী ছিল মাত্র দুজন। তারা এখন নিশ্চয়ই ধনী হয়ে এখন খুব খুশি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের এক অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, দারুণ স্ক্যামার হওয়ার কারণে খুব শিগগিরই তারা খুব ভালো একটি বিজনেস ম্যাগাজিনের প্রচ্ছদে আসবেন।

 

ভারতকে ২১ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য উল্লেখ করে ট্রাম্প বলেন, কিন্তু ভারত দাবি করছে তারা যুক্তরাষ্ট্র থেকে কোনো নির্বাচন সংক্রান্ত সহায়তা পায়নি।

দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশকে ২১ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছিল, যা ইউএসএইডের ‘আমার ভোট আমার’ ও ‘নাগরিক প্রকল্পের’ আওতায় ছিল।

 

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতে, ইউএসএআইডি ও যুক্তরাজ্যের সাবেক আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের অর্থায়নে পরিচালিত এই কর্মসূচির লক্ষ্য ছিল রাজনৈতিক দলের সক্ষমতা জোরদার করা, সংলাপ প্রচার করা এবং রাজনৈতিক সহিংসতা কমানো। এটি রাজনৈতিক কর্মী, তৃণমূল নেতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক ব্যস্ততাকে উত্সাহিত করার জন্য কাজ করেছিল।

Exit mobile version