ডিএ তায়েবের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে?
এই বিষয় নিয়ে সাংবাদিক, আল-আমিন আহমেদ- এর সঙ্গে কথা বলছেন। অভিনেতা সোহান খান কেমন আছেন সোহান খান? : আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। কেমন চলছে আপনার অভিনয় ব্যস্ততা? : আলহামদুলিল্লাহ বেশ ভালো চলছে এসজি প্রোডাকশনের ব্যানারে একটার পর একটা সিনেমা-নাটক ওয়েব-সিরিজ এবং বিভিন্ন সামাজিক সচেতন মূলক কনটেন্টে অভিনয় করছি; বর্ষা চৌধুরী এসজি প্রোডাকশনের কি হয়? : আসলে বর্ষা চৌধুরী এসজি প্রোডাকশনের কিছুই না সামান্য একজন আর্টিস্ট। বর্ষা চৌধুরী নাকি এটিএন বাংলার এডভাইজার : আমি জানিনা বর্ষা চৌধুরী এসব কিসের জন্য বলেছে।হ ভয়েজধারী আদৌ বর্ষা চৌধুরী কিনা যদি বর্ষা চৌধুরী হয়ে থাকে, তাহলে বলবো বর্ষা চৌধুরীর এটিএন বাংলার কোন এডভাইজার না এবং এটিএন বাংলার কিছুই না সে। ডিএ তায়েব নাকি বর্ষা চৌধুরীকে বিয়ের প্রপোজ করেছে? : আসলে কি বলবো আমি তো ডিএ তায়েব ভাইয়ের ফ্যামিলি মেম্বারের মত ওনাকে কাছ থেকে চিনি এবং জানি ওই ভয়েসধারী মহিলা যে সকল কথা বলেছে সবকিছু ১০০% মিথ্যা কথা বলেছে সে মাহমুদ সানি কে বোঝাতে চেয়েছে সবাই আমার জন্য পাগল আর আমি তোমাকে বিয়ের প্রপোজ করছি তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছো আর আপনারা সবাই একটা জিনিস খেয়াল করে দেখবেন ভয়েজধারী যাদের নাম বলেছে সবাই ভাইরাল কন্ঠ শিল্পী সালমার এক্স হাসবেন্ড এমপি শিবলী সাদিক চিত্রনায়ক ডিএ তায়েব আর ডিএ তায়েব ভাই যখন থেকে শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তারপর থেকে কিছু বাজে লোক তার নামে মিথ্যা অপপ্রচার ষড়যন্ত্র চালানো শুরু করেছে সত্য চন্দ্র সূর্যের মতো জল জল করে ডিএ তায়েব একজন ক্লিন ইমেজের মানুষ সেটা আমরা সবাই জানি এবং তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরাও জানে। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন? : আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলব সবাই বাংলা সিনেমা দেখবেন এবং বাংলা সিনেমার পাশে থাকবেন। আর আমার ভাই সুপারস্টার চিত্রনায়ক কে তায়েব ভাইকে কেউ ভুল বুঝবেন না। কিছু অসাধু কতিপয় লোক টাকা কামানোর জন্য ভিউ পাওয়ার জন্য তার নামে মিথ্যা অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে।
আল-আমিন আহমেদ
সাংবাদিক, ঢাকা।