ডিবির অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাসুদুর রহমান : ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জামালপুর  গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার(১৬ জানুয়ারী) দুপুরে তাদের জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  গ্রেফতারকৃতরা হলেন জামালপুর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়নের কাচাসাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে মো: রাসেল হোসাইন (২৭) ও ফজলুল হকের ছেলে সাগর রহমান @শাকিল (২১)।
জানা যায়, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা’র নির্দেশনায় এসআই আছাদুজ্জামান ও এএসআই মনিরুল ইসলাম এর নেতৃত্বে ডিবি ১ এর জেলার বিভিন্ন স্থানে  বিশেষ অভিযান পরিচালনা করে।  গত বুধবার রাত সাড়ে ৮ টায় জামালপুর শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন জামালপুর – টাঙ্গাইল মহা সড়কের পাশে মা বাবার দোয়া ট্রান্সপোর্ট স্ট্যান্ড থেকে  ৫০০(পাঁচশত) পিস ট্যাপান্ডেটল ট্যাবলেট উদ্ধার ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হয়।   পরে তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬(১)এর ২৯(ক)/৪১ ধারায় জামালপুর সদর থানায় মামলা দায়ের করে ডিবি পুলিশ।
এ বিষয়ে জেলা ডিবি (ওসি) মো: নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদ্বয় মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। আমি জামালপুর জেলায় ডিবির ওসি হিসেবে যোগদানের পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু।  অবৈধ মাদক দ্রব্য নির্মুলে ডিবি পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মাসুদুর রহমান
Exit mobile version