গোপাল চন্দ্র রায়-ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে অগ্নিকান্ডে দুটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডের এই ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ অক্টোবর) ভোর রাতে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের মৌজা বামুনিয়া উত্তর পাড়া গ্রামে।
ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে গোলাম মোস্তফার গোয়াল ঘরে দেয়া কয়েলের আগুন থেকে সূত্রপাত ঘটে। গোলাম মোস্তফা ও তার ছেলে লিটন ইসলামের মোট ৪টি টিনের ঘর, ৩টি ছাগল, ২০টি মুরগি, ৯টি হাঁস, ১০ হাজার নগদ টাকা, এক মন ধান, ২মন চাল এবং একটি পল্লী বিদ্যুৎতের মিটারসহ ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে । এতে প্রায় ৪লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান গোলাম মোস্তফা।
বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান জানান, পুড়ে যাওয়া পরিবারটি দুটিকে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০হাজার টাকা, ৪বান্ডিল ঢেউ টিন, কম্বল, চাল ও শুকনা খাবার বিতরন করা হয়েছে। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম ব্যাক্তিগত ভাবে ওই পরিবারের একজন এইচএসসি পরীক্ষার্থীকে পোশাক কেনার জন্য দুই হাজার টাকা প্রদান করেন।