ডোমারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা মডেল মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার আমীর খন্দকার আহমাদুল হক মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রবিউল আলম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি, সামাজিক ন্যায়বিচার ও ইসলামের নির্দেশিত পথ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সমাজে শান্তি, ন্যায়বিচার ও সুস্থ রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Exit mobile version