গোপাল চন্দ্র রায়,ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জামেয়া ইসলামিয়া আবিয়ন নেছা মহিলা মাদরাসার ২০২১/২২ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস সমাপনকারী ও হাফেজা ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন এবং বুখারী শরীফের শেষ দরস প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১৩ মার্চ)বাদ জোহর মাদরাসা হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদরাসার পৃষ্ঠপোষক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। জামেয়া ইসলামিয়া আবিয়ন নেছা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদরাসার মোহতামিম ফজলুর রহমান, পরিচালক গোলাম আরশাদ, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাহমুদ বিন আলম, জামেয়া ইসলামিয়া আবিয়ন নেছা মহিলা মাদরাসার মোহতামিম মুফতি ওমর ফারুক প্রমূখ। শেষে দাওরায়ে হাদীসের ৭জন এবং ৪জন হাফেজা ছাত্রীকে বিদায় ও পুরস্কার বিতরণ করা হয়।