গোপাল চন্দ্র রায় -ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ “সোনালী আঁশের সোনার দেশ, মুজিববর্ষের বাংলাদেশ” এই প্রতিপাদ্যে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তর ডোমারের আয়োজনে পাটচাষী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম। প্রশিক্ষণ প্রদান করেন, নীলফামারী জেলা পাট কর্মকর্তা এটিএম তৈবুর রহমান,পাট অধিদপ্তরের রংপুর বিভাগীয় সহকারী পরিচালক সোলায়মান আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বকুল ইসলাম ও উপসহকারী পাট কর্মকর্তা রেজাউল ইসলাম। মনিটরিং কর্মকর্তা হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন পাট অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন ও হিসাব) কামাল উদ্দিন। কর্মশালায় ১৫০জন পাটচাষী অংশ নেন।