গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে পাট চাষিদের মাঝে বিনামূল্যে পাট বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তরের বাস্তবায়নে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে চাষিদের মাঝ বিনামূল্যে পাট বীজ, সার ও কীটনাশক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। এসময় উপস্থিত ছিলেন, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, পাট অফিসার রেজাউল করিম প্রমূখ।