গোপাল চন্দ্র রায়-ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে ডোমার থানা পুলিশের আয়োজনে থানা চত্তরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। এর আগে তিনি থানায় নব নির্মিত অভিবাদন মঞ্চ ও হিমঘরের উদ্বোধন করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবণ আখতার, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জরুল হক চৌধুরী ও কমিনিটি পুলিশিং সভাপতি খায়রুল আলম বাবুল।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই কাওছার আলী।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উন্মুক্ত আলোচনায় অংশ নেন।