ডোমারে প্রাইমারি গ্রাজুয়েটদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ মাধ্যমিক বিদ্যালয় হতে শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও লেখা পড়ার প্রতি ইতিবাচক মনোভাব বৃদ্ধির লক্ষে নীলফামারীর ডোমারে প্রাইমারি গ্রাজুয়েটদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বামুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠে নেটজ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তা এবং গনউন্নয়ন কেন্দ্র (GUK) এর বাস্তবায়নে ENSURE প্রকল্পের মাধ্যমে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের প্রকল্প ভুক্ত ৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২টি জিইউকে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ৭৬জন ৫ম শ্রেণী হতে উত্তীর্ন হয়ে ৬ষ্ট শ্রেণীতে ভর্তিকৃত শিশুর মধ্যে ৩৪টি ব্যাগ ও ৪২টি ছাতা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে শিশুদের সচেতনতা মূলক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। যেমন, বাল্য বিবাহ, বড়দের সম্মান করা, শিশু শ্রম, মোবাইল ফোনে আসক্তি, শিশু সুরক্ষা বিষয়গুলো গুরুত্ব পায়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ENSURE প্রজেক্ট ম্যানেজার দুলাল করিম, জিইউকে উপজেলা ম্যানেজার আব্দুর রাজ্জাক, বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, নাঠুয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার জাহান, বারবিশা বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায়, ভারপ্রাপ্ত এডুকেশন অর্গানাইজার গোলাপি আকতার প্রমূখ।
Exit mobile version