ডোমারে ফেন্সিডিলসহ দেবীগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ১০০ বোতল ফেন্সিডিলসহ দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের পিও ( পার্সোনাল অফিসার) দিপংকর রায় মিঠু এবং তার সঙ্গী মনছুর আলীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলামের নেতৃত্বে এক বিশেষ অভিযান চালিয়ে ডোমার থানার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। দীপংকর রায় মিঠু দেবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাহাপাড়া গ্রামের মন্মথনাথ রায়ের ছেলে এবং মনছুর আলী ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত অলিয়ার রহমানের ছেলে। ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, আটককৃতদের নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
Exit mobile version