ডোমারে বঙ্গবন্ধুর  ম্যুরাল উদ্বোধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার রাতে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের স্বাধীনতা চত্বরে ম্যুরাল উদ্বোধন করেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম, অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক মিন্টু ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম।
উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মনজুর আলম ডন, মেহেরুন আক্তার পলিন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল জব্বার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বাবু, কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান প্রমুখ।
####
ছবির ক্যাপশন- নীলফামারীর ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার এমপি।
Exit mobile version