গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা ভুমি অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডোমার সাবরেজিস্টার মাহফুজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ।