ডোমারে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদন্ড

গোপাল চন্দ্র রায় , ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে কথিত সাংবাদিকসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম এই দণ্ডাদেশ প্রদান করেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, সোমবার দুপুরে ডোমার থানা এলাকার চিলাহাটি রোড  থেকে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে হলহলিয়া এলাকার ক্ষেত্র মোহনের ছেলে নবদিপ রায়(২৫) ও হলহলিয়া এলাকার কেষ্ট কুমারের ছেলে হিমেল রায়(২৬) এবং সরকারী কলেজ সংলগ্ন এলাকায় হেরোইন ও গাঁজা সেবনকালে মাদ্রাসাপাড়ার মৃত গিয়াস উদ্দিনের ছেলে রুবেল, চান্দিনাপাড়া এলাকার মোকছেদ আলীর ছেলে আনোয়ারুল ইসলাম(৩৮) এবং মাদ্রাসাপাড়া
এলাকার দেলোয়ারের ছেলে জাহাঙ্গীর আলম(৩৪)সহ ৫জনকে আটক করে ডোমার থানা পুলিশ।
বিকালে ডোমার উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নবদিপ ও  হিমেল চন্দ্র রায়(২৬) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ডসহ দুইশত টাকা জরিমানা এবং অপর তিন আসামী রুবেল(৩৫), আনোয়ারুল(৩৮) এবং জাহাঙ্গীর আলম(৩৪)কে সাঁত দিনের বিনাশ্রম কারাদন্ডসহ পাঁচশত টাকা জরিমানা করেন। ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম ৫জন মাদকসেবীকে
বিভিন্ন মেয়াদে কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য
নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে কারাদন্ড প্রদান করা হয়েছে।
Exit mobile version