ডোমারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার এলজিইডি ডোমার উপজেলা প্রকৌশলীর দপ্তরের আয়োজনে উপজেলা উন্নয়ন তহবিল থেকে ১১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫জন মেধাবী শিশু শিক্ষার্থীদের মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম, ডোমার পৌরসভা বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল প্রমূখ।
Exit mobile version