ডোমারে স্বামী শশুরের নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ হাসপাতালে ভর্তি

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে স্বামী শশুরের নির্যাতনে রুবিনা বেগম নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রুবিনা বেগম ডোমার পৌরসভার ৯নং ওয়ার্ডের ছোট রাউতা ডাঙ্গাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে এবং দেবীগঞ্জ উপজেলার ডন্ডপাল গ্রামের জাহিনুর রহমানের স্ত্রী। চিকিৎসাধীন রুবিনা বেগম জানায়, গত বুধবার রাতে আমার শিশু সন্তানকে শাসন করাকে কেন্দ্র করে আমার স্বামী জাহিনুর, শশুর তফিউল, শাশুড়ী জাহানারা বেগম ও চাচা শশুর শাহিন আমাকে বেদম মারডাং করে। এতে আমি গুরুতর আহত হলে বাবার বাড়িতে খবর দেই। বৃহস্পতিবার ভোরে সেখান থেকে আমাকে উদ্ধার করে আমার বাবা হাসপাতালে ভর্তি করে দেন। তারা গত ৪বছর ধরে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। রুবিনার বাবা আনোয়ার হোসেন জানান, আমি একজন গরীব মানুষ। ভ্যান রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করি। মেয়েকে মারডাংয়ের খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে দেই। ডোমার পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ অহিদুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে রুবিনাকে নির্যাতন করে আসছে। এর আগেও আমি কয়েকবার বিচার শালিস করে দিয়েছি।
Exit mobile version