গোপাল চন্দ্র রায় -ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ৩৬জন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দুইদিন ব্যাপি তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে ডোমার ছোটরাউতা জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদরাসার আয়োজনে ৩৬জন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিনে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থেকে হাফেজ ছাত্রদের পাগড়ি পড়ানো শেষে তাফসীর পেশ করেন, ছোটরাউতা জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদরাসার পৃষ্ঠপোষক, ঢাকা জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরাসার প্রিন্সিপাল ও জামিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব প্রখ্যাত মুফাসসিরে কুরআন, শাইখুল হাদীস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী দাঃ বাঃ। সৈয়দপুর দারুল উলুম রুহুল ইসলাম মাদরাসার মহা পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা হারুন রিয়াজী দাঃ বাঃ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে তাফসীর পেশ করেন, ঢাকা আব্দুল্লাহপুর জামিয়া মাদানিয়া দারুল কুরআন মাদরাসার মোহতামিম শাইখুল হাদীস মুফতি আফজাল হুসাইন রাহমানি, ঢাকা কামরাঙ্গির চর মসজিদে নূরের ইমাম ও খতিব মুফতি মাহবুব রাব্বানী, রাজশাহী দারুল নাজাত হাফেজিয়া ক্বওমি মাদরাসার পরিচালক হাফেজ আব্দুল মজিদ, সৈয়দপুর দারুল উলুম রুহুল ইসলাম মাদরাসার সিনিয়র মুদাররিস হযরত মাওলানা হাফেজ ইসমাইল হোসেন রিয়াজী, রংপুর জামেয়া ক্বারিমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদরাসার মুদাররিস হাফেজ মাহমুদুর রহমান প্রমূখ। ছোটরাউতা জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদরাসার ৩৬জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও মাদরাসার নায়েবে মোহতামিম আলহাজ্ব মাহমুদ বিন আলম।