তানোরে ইউপি যুবলীগের পরিচিতি সভা আলিফ হোসেন,তানোরঃ

রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন (ইউপি) আওয়ামী যুবলীগের এক, দুই ও তিন নম্বর ওয়ার্ড কমিটির পরিচিতি সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গত ১১ এপ্রিল মঙ্গলবার কলমা ইউপি যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আফজাল হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রিভেল হাসানের সঞ্চালনায় বিল্লী স্কুল এ্যান্ড কলেজ চত্ত্বরে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলমা ইউপি আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান, বাধাঁইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা যুবলীগের সহসভাপতি পারভেজ মোশাররফ, তানোর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মুন্সেফ আলী,উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক জুলফিকার আলী  হিরো ও রনিকপ্রমুখ।এছাড়াও কলমা ইউপি আওয়ামী লীগ এবং সহযোগী  সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন  সামনে রেখে আওয়ামী যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদার ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের চিত্র সাধারণ মানুষের মাঝে তুলে ধরে নৌকার পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির অংশ হিসেবে ইউপি যুবলীগের পরিচিতি সভা আয়োজন করা হয়েছে। আগামিতে ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে পরিচিতি সভা, বর্ধিত সভা ও কর্মীসভা আয়োজন করা হবে।#
Exit mobile version