তানোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত

১০ জানুয়ারী সোমবার সন্ধ্যার আগে

তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর থানা মোড়ের অবৈধ স্ট্যান্ডে ট্রাকের পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। ১০ জানুয়ারী সোমবার সন্ধ্যার আগে এই দুর্ঘটনা ঘটেছে। এরিপোর্ট তৈরীর সময় পর্যন্ত নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি, তবে শিশুটির পিতা তানোর ইএসডিও সংস্থায় কর্মরত বলে জানা গেছে।স্থানীয়রা এই দুর্ঘটনার জন্য থানার মোড়ের অবৈধ স্ট্যান্ডকে দায়ী করেছে। প্রত্যক্ষদর্শীরা এদিন শিশুটি সাইকেল নিয়ে আসছিল এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আশা ট্রাক অটো স্যান্ডে সাইড দিতে গিয়ে শিশুটিকে চাপা দিলে ঘটনা স্থলেই মারা যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক ট্রাক থানায় ও নিহতের লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছিল।#
Exit mobile version