আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও গতিশীল করার লক্ষ্যে বিএনপির কর্মীসভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক আব্দুল গাফ্ফারের সঞ্চালনায় প্রাণপুর বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁন,তানোর পৌর বিএনপি আহবায়ক একরাম আলী মোল্লা, চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন, পাঁচন্দর ইউপি বিএনপির সাবেক সম্পাদক ও সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন সরকার, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী,ফিরোজ কবির, তানোর পৌর যুবদলের সদস্য সচিব নুর হোসেন মাহমুদ রাজা, সুলতান আহমদ, আব্দুর রউফ, ইউসুফ আলী,আযুব আলী ও আব্দুলপ্রমুখ। কর্মীসভায় সার্বিক সহযোগিতা করেন মিজানুর রহমান লাটু। কর্মীসভায় উপজেলার সকল ইউনিটের সাংগঠনিক নেতাগণ উপস্থিত ছিলেন।#