তানোরে মাছ চাষির প্রতারণায় কৃষক পরিবার নিঃস্ব

রাজশাহীর তানোরে

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে এক মাছ চাষির প্রতারণায় একটি কৃষক পরিবার পথে বসেছে।  ২৮ মার্চ সোমবার মমিনুল ইসলাম বাদি হয়ে প্রতারক আলিম উদ্দিনের বিরুদ্ধে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। এদিকে অভিযোগ তুলে নিতে বাদিকে প্রাণনাশসহ ঘরবাড়ি জ্বালিয়ে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে প্রতারক আলিম বলে বাদি গণমাধ্যম কর্মীদের জানান।
অভিযোগে প্রকাশ, রাজশাহীর নওহাটা পৌর এলাকার মৃত কলিম উদ্দিনের পুত্র আলিম উদ্দিন উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে চাঁন্দুড়িয়া ইউপির একতারপুরআরজি মৌজায় কৃষকের তিন ফসলী জমি ইজারা নিয়ে অবৈধভাবে পুকুর খনন করেছে। এসব পুকুরে মাছ চাষ করে লাখ লাখ টাকা আয় হলেও কৃষকদের ইজারার টাকা না দিয়ে প্রতারণা করা হচ্ছে। অপরদিকে প্রতারণার শিকারদের একজন একতারপুরআরজি গ্রামের মৃত আয়েন উদ্দিন শেখ-এর পুত্র একরামুল হক। তার কাছে থেকে একতারপুরআরজি মৌজায়, ১৬ নম্বর দাগে ৫০ শতক ফসলী জমি প্রতি বিঘা ১৫ হাজার টাকা বছর চুক্তিতে ১০ বছরের জন্য ইজারা নিয়েছেন নওহাটা পৌর এলাকার মৃত কলিম উদ্দিনের পুত্র আলিম উদ্দিন। কিন্ত্ত একতারপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র জহির উদ্দিনের সঙ্গে হাত মিলিয়ে আলিম উদ্দিন জমির মালিককে টাকা না দিয়ে প্রতারণা করছে। এদিকে জীবীকা নির্বাহের একমাত্র সম্বল দেড় বিঘা ফসলী জমি হারিয়ে কৃষক পরিবারটি নিঃস্ব হয়ে পথে বসেছে।
এঘটনায় স্থানীয়রা আলিম ও জহিরের শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে আলিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, জমির টাকা তো বছর বছর দেয়া হচ্ছে।
Exit mobile version