তানোরে যুবলীগ নেতার ফেসবুক স্ট্যাটাস নিয়ে গুঞ্জন  !

আরিফুজ্জামান বাচ্চু, দুলাল  ও রবিউল মাস্টারপ্রমুখ।

আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহীর তানোর পৌর যুবলীগের সভাপতি(দায়িত্বহীন) রাজিব সরকার হিরোর ফেসবুক আইডি থেকে একটা বৈঠকের ছবি দিয়ে একটি স্ট্যাটাস দেয়া হয়েছে।  সেখানে বলা হয়েছে-(সাবেক সব ছাত্রনেতারা আজ এক প্লাটফর্মে নতুন কিছু  নিয়ে আসছি ইনশাআল্লাহ  দেখা হবে রাজপথে)। বৈঠকের ছবিতে দেখা গেছে, তানোর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল সরকার পাপুল, তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী, মেয়রের ভাই সোহেল রানা, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগ নেতা বীজেন কর্মকার, রইস উদ্দিন বাচ্চু, মৃদুল কুমার ঘোষ, প্রতাপ হালদার, আসাদুজ্জামান,  আরিফুজ্জামান বাচ্চু, দুলাল  ও রবিউল মাস্টারপ্রমুখ।
স্থানীয়রা বলছে, এসব চেনামুখ আওয়ামী লীগের মুলস্রোত বা মুল ধারা বিরোধী হিসেবে পরিচিত। এরা এমপি বিরোধীতার নামে বিভিন্ন নির্বাচনে প্রকাশ্যে আওয়ামী লীগ  বা নৌকার বিরোধীতা করেছে। এরা আসলে কি চমক দেখাতে চাই ?  এরা কি এমপির কাছে ফিরতে চাই, না নতুন দল গঠন করছে, না অন্যদলে যোগ দিচ্ছে, না কি আওয়ামী লীগের জন্য বড় কিছু করতে চাচ্ছে ইত্যাদি বিষয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ তাদের বৈঠকে মুলধারার কোনো নেতাকর্মীই ছিলনা। আর তৃণমুলের নেতাকর্মীরা বলছে, এরা কত বড় মাপের নেতা, কত জনপ্রিয়, এদের কথা কত মানুষ শোনে সেটা তো মানুষ জানে। এদিকে বণিক সমিতির কার্যালয়ে এদের বৈঠকের খবর ছড়িয়ে পড়লে সাধারণ ব্যবসায়ীদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
স্থানীয় রাজনীতিতে এদের কি অবস্থান রয়েছে, বরং এমন বৈঠক করে তারা নিজেরাই সাধারণ মানুষের কাছে হাসির খোরাক হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। এদিকে আবার কেউ কেউ বলছে, যে কোনো নির্বাচন এলেই এরা নৌকার বিরোধীতা শুরু করে, এবার কি এরা এমপি নির্বাচনের অনেক আগে থেকেই বিরোধীতা করার পরিকল্পনা করছে।কারণ এরা যখনি কোনো চমক দেখাতে চাই তখোনি নৌকা ডোবানোর চেষ্টা করে,এবারো কি এমন চমক দেখাতে চাই।#
Exit mobile version