তানোরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-বিজ্ঞান মেলা উদ্বোধন

কমিউনিটি সেন্টারে ৪৩তম জাতীয় বিজ্ঞান  প্রযুক্তি সপ্তাহ-২০২১

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে বিজ্ঞান ও  প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর  পৃষ্ঠপোষকতায় তানোর উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ আয়োজনে, উপজেলা  পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ৪৩তম জাতীয় বিজ্ঞান  প্রযুক্তি সপ্তাহ-২০২১  ও বিজ্ঞান মেলা উদ্বোধন ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ২৯ ডিসেম্বর বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সুস্মিতা রায়, তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান রাকিব, উপজেলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার ও আবু বাক্কার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল বাসার সুজন, জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য রামিল হাসান সুইট ও মোর্শেদুল মোমেনিন রিয়াদপ্রমুখ। এছাড়াও
উপজেলা প্রশাসন ও পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ বছর ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় ২ ২৫টি স্টাল অংশগ্রহণ করেছেন।
প্রধান অতিথি লুৎফর হায়দার রশিদ ময়না চেয়ারম্যান বলেন; দেশ ও জাতির ভাগ্য উন্নয়ন অগ্রযাত্রায় আওয়ামী লীগ সরকার যখন দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন আমাদের চিন্তা-চেতনাটাও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার এর পক্ষে হতে হবে। তিনি বলেন, প্রতিনিয়ত বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, যুগের পরিবর্তনের কারণ খুঁজতে এবং জ্ঞানের পরিধি বাড়াতে প্রতিনিয়ত দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন জাতীয় জাদুঘরে হাজার হাজার দর্শনার্থী আসছে, গত বছর দর্শনার্থী ছিলো ৫০ হাজারের ওপর এবং  চলতি বছর নভেম্বর পর্যন্ত এ সংখ্যা প্রায় আড়াই লাখ ।#
Exit mobile version