তাহিরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় গণসংযোগ করেন করলেন সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিনয় ভূষণ তালুকদার

তাহিরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় গণসংযোগ করেন করলেন সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিনয় ভূষণ তালুকদার ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর বাজার সুলেমানপুর বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনদের সাথে বৃহস্পতি বার (৬জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ৫টা পর্যন্ত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন সুনামগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বিনয় ভূষণ তালুকদার। শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ কালে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরেন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনার উদাত্ত আহ্বান জানান ।মতবিনিময় ও গণসংযোগ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আলী মর্তুজা, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমূখ ।

Exit mobile version