সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাসে ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা বিভিন্ন শ্রেণী পেশার অর্ধশতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ফার্মাসিস্টরা অংশগ্রহণ করেন।
বুধবার (০৫ফেব্রুয়ারী ) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান।
সভায় যক্ষ্মা প্রতিরোধ, রোগ নির্ণয় ও চিকিৎসা বিষয়ক সচেতনতা মূলক বক্তব্য তুলে ধরে উপস্থাপনা করেন ব্র্যাকের উপজেলা ম্যানেজার পলাশ চন্দ্র সরকার।
সভায় যক্ষ্মা কী, প্রকারভেদ, কীভাবে ছড়ায়, যক্ষ্মা রোগের লক্ষণ, রোগ শনাক্তকরণ ও করণীয়, তামাকের সঙ্গে যক্ষ্মার সম্পর্ক, যক্ষ্মারোগ সম্পর্কে সামাজিক ধারণা এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের ভূমিকা, আইপিটি চিকিৎসা, এমডিআর টিবি ওটিপিটি সম্পকে আলোচনা করা হয়।
এছাড়া ব্র্যাকের কার্যক্রম ও যক্ষ্মা রোগের চিকিৎসা কোথায় পাওয়া যায়, নিয়মিত পুরো মেয়াদের চিকিৎসা সম্পূর্ণ করা কেন জরুরি, ডটস কী ও এর গুরুত্ব এবং ওষুধের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া ও করণীয় নিয়ে আলোচনা তুলে ধরা হয়।