তৃতীয় ধাপে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা জাতির জন্য আত্মঘাতী সিদ্বান্ত -নূরুল করীম আকরাম।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সম্মেলন-২০২২ অনুষ্ঠিত।

প্রেস বিজ্ঞপ্তি”
আজ ২২শে জানুয়ারি ‘২২ ঈসায়ী, শনিবার, সকাল ৯ ঘটিকায়, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার”নগর সম্মেলন- ২০২২”অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি- নূরুল করীম আকরামপ্রধান অতিথির বক্তব্যে বলেন- করোনার অজুহাতে দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কয়েক লক্ষ শিক্ষার্থী ইতোমধ্যে পড়াশোনা থেকে ঝড়ে পরেছে,অনলাইনে ক্লাসের নামে কোমলমতি শিক্ষার্থীরা অনলাইন গেমে আসক্ত হওয়া সহ নানা চরিত্র বিধ্বংসী কার্যকলাপে জড়িয়ে পড়েছে।অটোপাশের নামে দেশকে মেধাশূন্য করার কাজকে আরো এক ধাপ এগিয়ে দিয়েছে। নানান নাটকিয়তার পরে দীর্ঘ দেড় বছর পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে, শিক্ষার্থীদের মাঝে আবারও পড়াশোনার আগ্রহ উদ্দীপনা তৈরি হতে না হতেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের অযাচিত ঘোষণা জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রকে পাকাপোক্ত করতে নতুন মাত্রা যোগান দিলো। যা জাতির কাছে আত্নঘাতী সিন্ধান্ত বলেই বিবেচিত।
নূরুল করীম আকরাম আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর কল্যান রাষ্ট্র বিনির্মাণে নেতৃত্ব দিবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার তার ক্ষমতা পাকাপোক্ত করতে বিভিন্ন কৌশলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস করার পায়তারা করছে।তারই ধারাবাহিকতায় প্রশাসনিক ও দলীয় ক্যাডারের মাধ্যমে ঢাকা আলিয়া,শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হচ্ছে।তিনি সরকারকে হুশিয়ার করে বলেন- শিক্ষার্থীদের উপর হামলা – মামলা বন্ধ না করলে, দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের নিয়ে দূর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।
বক্তব্য শেষে ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের ২০২১ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২২ সেশনের সভাপতি- আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক মুহাম্মাদ তানভীর আহমেদ এর নাম ঘোষণা করেন।
নগর সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার,সেক্রেটারি মাওলানা লুৎফর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আজিজুল হক,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক- মুহাম্মাদ ইবরাহীম মৃধা।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেনঃসদ্য সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কে. এম শরীয়াতুল্লাহ,কেন্দ্রীয় উপ-সম্পাদক (সাংগঠনিক বিভাগ)গাজী মুহাম্মাদ আলী হায়দার, কেন্দ্রীয় শূরা সদস্য- এস. এম ছাব্বির রহমানও এস. এম তৌহিদ বাশার।
নগর সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সভাপতি- প্রিন্সিপাল মুহাম্মাদ ওমর ফারুক, ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর সভাপতি-এ্যাড.শেখ আব্দুল্লাহ নাসের,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক- মাওলানা শাহাদাত হোসেন নূরী, ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগরের সভাপতি মুহাম্মাদ আরিফুর রহমান,ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল মহানগর সভাপতি – ফজলুর রহমানইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সাবেক সভাপতি- মাওলানা মিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম,প্রকৌশলী কে এম বায়জীদ,বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি এস. এম তৌহিদ বাশার, চরমোনাই আলিয়া মাদরাসার সভাপতি -মুহাম্মাদ আবু সালেহ মুসা, বরিশাল জেলা সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম,চরমোনাই কওমীয়া মাদরাসার সভাপতি- মুহাম্মাদ আবু-বকর,বি এম কলেজ সভাপতি- মুহাম্মাদ আব্দুর রহীম সহ নগর,থানা ও ক্যাম্পাস নেতৃবৃন্দ।বার্তা
Exit mobile version