তৃতীয় লিঙ্গ ও দুস্থ শীতার্তদের পাশে ড. লিটন

দুস্থদেরমাঝে কম্বল বিতরণ করা হয়।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়
শীতার্ত তৃতীয় লিঙ্গ ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামিউল আলম লিটন। তিনি নিজস্ব অর্থায়নে পাঁচ হাজার কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন। এই কর্মসূচীর অংশ হিসেবে শনিবার(২৯জানুয়ারি) গৌরীপুর প্রেসক্লাব চত্বরে তৃতীয় লিঙ্গ ও দুস্থদেরমাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ। অপ্রত্যাশিতভাবে কম্বল উপহার পেয়ে তৃতীয় লিঙ্গ ও দুস্থ মানুষের মুখে হাসি ফুটে উঠে।
তৃতীয় লিঙ্গের সভাপতি প্রিয়া বলেন, আমরা হিজড়া বলে অনেকেই আমাদের অন্য দৃষ্টিতে দেখে। তবে লিটন ভাই আমাদেও খোঁজ নিয়ে কম্বল উপহার দিয়েছেন। আমরা অনেক খুশি হয়েছি।
ড. সামীউল আলম লিটন বলেন, এই শীতে অসহায় ও দুস্থ মানুষদেও পাশে দাঁড়াতে ব্যক্তিগত উদ্যোগে পাঁচ হাজার কম্বল উপহার দেয়ার উদ্যোগ নিয়েছি। তারই ধারাবাহিকতায় তৃতীয় লিঙ্গ ও দুস্থদের মাঝে কম্বল উপহার দেয়া হয়েছে। কম্বল উপহার পেয়ে তাদেও মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমার পরম পাওয়া।
গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদেও সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, সাংবাদিক মো. রইছ উদ্দিন, স্বজন সমাবেশের সভাপতি উপাদ্যক্ষ এমদাদুল হক, সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম আলরাজ, ডা. মোঃ আমানউল্লাহ, সাবেক ভিপি মাহবুবুর রহমান শাহীন, মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিউলী চৌধুরী।  এছাড়াও উক্ত অনুষ্ঠানে  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ  উপস্থিত ছিলেন
Exit mobile version