দাম কমল ভিভো ফোনের

ফোনের দাম কমানো হয়েছে।

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো বাংলাদেশের বাজারে তাদের তিনটি ফোনের দাম কমিয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষ্য ফোনের এই মূল্য হ্রাস, এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভিভো ভি২৩ই, ভিভো ওয়াই৫৩এস এবং ভিভো ওয়াই১এস এই তিনটি মডেলের ফোনের দাম কমানো হয়েছে।

vivo phoneভিভো ফোন – ফাইল ছবি

ভিভো ভি২৩ই ফোনটি ২ হাজার টাকা কমিয়ে ২৫ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিভো ওয়াই৫৩এস ফোনটি ২৩ হাজার টাকা থেকে কমিয়ে ২১ হাজার করা হয়েছে। এছাড়া ভিভো ওয়াই১এস মডেলের ফোনটি পাওয়া যাচ্ছে ৮ হাজার ৯৯০ টাকায়। এ ফোনটির পূর্বমূল্য ছিল ৯ হাজার ৯৯০ টাকা।

এ বিষয়ে ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ভিভো ফোন সবসময় বাংলাদেশের মানুষের পছন্দের তালিকায় আছে। পহেলা বৈশাখ বাংলাদেশের বড় উৎসবগুলোর মধ্যে একটি। এই উৎসব উপলক্ষ্যে আমাদের ফোনে ছাড় দিয়েছি। বাংলাদেশের মানুষের আনন্দে আমরাও সামিল হতে চাই।

Exit mobile version