এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১২ জুন) সকাল ১১-৩০ ঘটিকার সময় উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ চাল বিতরণের শুভ উদ্বোধন করেন দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল। ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন,অসহায় দরিদ্র পরিবার গুলোর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্যসামগ্রী অত্র ইউনিয়নের ৪১৮৫ জন উপকারভোগীর মাঝে বিতরণ করেছি। যাহা আজ ও আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে।
এবারে নিম্ন আয়ের মানুষেরা চাল পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি) কে ধন্যবাদ জানিয়েছেন ইউনিয়নের উপকার ভোগীরা। এসময় ট্যাগ অফিসার রকিবুল হাসান উপজেলা সমবায় অফিসার ইউপি সদস্য মুক্তার হোসেন,আজগর আলী,আজগর আলী (২),রবিউল ইসলাম,সংরক্ষিত মহিলা সদস্য ফেন্সিয়ারা বেগম,আরিফুন্নাহ বেগম,সচিব মাসুদুর রহমান,সুধীজন,গণ্যমাণ্যবর্গসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় ভুক্তভোগীরা জানান,ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ ১০ কোজি চাল বিতরণ সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ হয়েছে। এতে করে সকলেই অনেক খুশি হয়েছে বলে মন্তব্য করেন।