দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যোগে নববর্ষ ও সেমাই উৎসব পালিত

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের আয়োজনে প্রতিবারের মতো এবারেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ঈদ পূর্ণমিলনী, বর্ষবরণ ১৪৩১ এবং আনন্দমুখর পরিবেশে সেমাই উৎসব।
দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বর্ষবরণ ও ঈদের উপর আলোচনা করেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি প্রকৌ আলমগীর মহিউদ্দীন, শামসুল আলম, সহ-সাধারণ সম্পাদক খন্দকার আরিফুজ্জামান নাঈম, শামসুজ্জামান চৌধুরী বাবু, কোষাধ্যক্ষ মোকসেদ আলী মঙ্গলীয়া, ক্রীড়া সম্পাদক মোঃ রায়হানুল ইসলাম রায়হান, সাহিত্য সম্পাদক অধ্যাপক সাইফুর রহমান। অভ্যন্তরীন হিসাব পরীক্ষক মোঃ আতিকুর রহমান নিউ’র সঞ্চালনায় বিশিষ্ট সংগীত শিল্পী ও দিনাজপুর ইনষ্টিটিউটের সদস্য এনায়েত মাওলা জিন্নাহ ও মহাদেব বাবু, সভাপতির বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ বলেন দিনাজপুর ইনস্টিটিউট একটি সামাজিক সংগঠন হিসেবে ঐতিহ্যের সাথে বিভিন্ন সামাজিক কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে। তারই আলোকে আগামীতে বিভিন্ন সেক্টরের গুনি ব্যক্তিদের মূল্যায়নের জন্য ব্যাপকভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে গুনিজন সংবর্ধনার আয়োজন করা হবে। বাঙালীর ঐতিহ্য নববর্ষ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।

Exit mobile version