দিনাজপুরে ওয়ার্ড ভিশন কর্তৃক ৩৫৬৭ জন শিশুর মাঝে শিক্ষা সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ ১৬ এপ্রিল মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা
ইউনিয়নের অর্ন্তগত দিনাজপুর এপি কর্ম এলাকা নিশ্চিন্তপুর গ্রামে
দিনাজপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজেনে
স্পন্সরশীপ কার্যক্রমে শিশুদের অর্থপূর্ণ অংশগ্রহন ও বাৎসরিক শিক্ষা
সামগ্রী উপহার বিতরণ কর্মসূচী (অর্থ বছর-২০২৪) স্পন্সরশীপ কর্মসূচীর
তালিকাভুক্ত শিশুদের অংশগ্রহনে ৩৫৬৭ শিশুদের মাঝে একটি করে চেয়ার,
চারটি করে খাতা ও ৫টি করে কলম পড়াশুনা বা শিক্ষা কার্যক্রমকে গতিশীল
করতে ও ক্ষুদে শিক্ষার্থীদের পড়াশুনায় উৎসাহিত করতে প্রদান করা হয়।
গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোছাঃ আরজু আরা বেগম এর
সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এরিয়া
প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার দিনো দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য মোছাঃ
রশিদা পারভীন, ইউপি সদস্য মোঃ হারেছ আলী ও সাংবাদিক কাশী কুমার
দাস। ৩৫৬৭ জন শিশুকে পড়াশুনা ও শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে ওয়ার্ল্ড
ভিশন কর্তৃক উপহার সামগ্রী বিতরণ করতে গিয়ে বক্তারা বলেন আজকের
শিশু আগামী কালের ভবিষ্যৎ। যে সমস্ত শিশুরা অর্থের অভাবে, পুষ্টির অভাবে
পড়াশুনা করতে পারছে না ওয়ার্ল্ড ভিশন সেই সমস্ত শিশুদের তালিকাভুক্ত করে
প্রতিবছর এই শিক্ষা উপহার বিতরণ করে আসছে। এতে যেমন শিশুরা পড়াশুনায়
মনোযোগী হতে পারছে অপরদিকে ঝড়ে পড়া শিশুদের হার কমে আসছে এবং
শিশুদের পড়াশুনার প্রতি আগ্রহ বাড়ছে।

Exit mobile version