দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে দশ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচী ক্যাম্পেইনের উদ্বোধন করলেন সদর ইউএনও

স্টাফ রিপোর্টার ॥ ৯ জুলাই মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার অডিটোরিয়ামে শিশু ও যুব ফোরামের আয়োজনে এবং দিনাজপুর এরিয়ো প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে ১০ লাখ বৃক্ষরোপন কর্মসূচী ক্যাম্পেইন-২০২৪ কে সামনে রেখে দিনাজপুর এরিয়া প্রোগ্রামের আওতায় ২০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
“করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা-অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা”-এই শ্লোগানকে সামনে রেখে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মামুন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ও শিশু ফোরামের সদস্য আয়েশা সিদ্দিকী, মোঃ রিয়ন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাইম বাদশা। প্রধান অতিথি দিনাজপুরে ২০ হাজার বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ কর্মসূচীর ক্যাম্পেইনের উদ্বোধন করতে গিয়ে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজল্পের জন্য গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই সেই সেই গাছকে পরিচর্যা করতে হবে। বৃক্ষরোপণ কার্যক্রমে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে পারলে জনগণ আমাদের পাশে থাকবে। গাছ নির্বাচনের ক্ষেত্রে সচেতন হতে হবে। যে পরিমাণে আমরা গাছ কাটছি সেভাবে গাছ লাগাচ্ছি না। পরিকল্পীতভাবে বা স্থান নির্বাচনের মাধ্যমে এই সমস্ত বৃক্ষ রোপণ করতে হবে। সভাপতির বক্তব্যে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সারাদেশে ১০ লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচীর ক্যাম্পেইন-২০২৪ এর আওতায় দিনাজপুরে আমরা ২০ হাজার বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ কর্মসূচী হাতে নিয়েছে যুব ও শিশু ফোরামের সদস্যরা। তাদের এই কার্যক্রমকে সফল ও স্বার্থক করে তুলতে সকল সরকারি-বেসরকারি, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা করার আহবান জানাই। অনুষ্ঠানে প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ, সারামিতা হালদার, ইসট্রেনা সরেন, দিনো দাস, রিচার্ড তাপস দাসসহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Exit mobile version