দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনাজপুর সার্কেল এর আয়োজনে “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে সমাপনী দিন ২৮ অক্টোবর সোমবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার।
উক্ত সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ দিনাজপুর সার্কেল এর সহকারী পরিচালক মোঃ এ.টি.এম ময়নুল হাসান ও দিনাজপুর কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাহিদুল আলম শাহ্ । এছাড়াও সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত স্কুল এন্ড কলেজের প্রভাষক ভূজঙ্গ ধর রায়, প্রভাষক শুক্লা সাহা (নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সদস্য), সহকারী প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম সবুর ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ সাদা মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীসচা জেলা কমিটির অর্থ সম্পাদক মাহবুবুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন দিনাজপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও নিরাপদ সড়ক চাই জেলা কমিটি দিনাজপুর। উক্ত সেমিনারে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অতিথিবৃন্দ আলোচনা করেন এবং ৩টি ট্রাফিক চিহ্নাবলী বাধ্যতামূলক, সতর্কতামূলক ও তথ্যমূলক বিষয়ের উপর গুরুতারোপ করা হয়।

 

Exit mobile version