দিনাজপুরে জেলা জামায়াতের উদ্যোগে জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ১ নভেম্বর’২০২৪ শুক্রবার জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষ্যে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আয়োজনে সন্ধ্যা ৭ টায় জেলা জামায়াত অফিস কার্যালয়ে যুব বিভাগের যুবকদের নিয়ে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।

দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ সিরাজুস সালেহীন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার সহকারী সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাক, যুব বিভাগের চিরিরবন্দর উপজেলা সেক্রেটারি মোঃ মুক্তার হোসেন, পৌরসভার ১ নং ওয়ার্ডের আমীর মাওলানা মোঃ মাহাবুবুর রহমান, জামায়াত নেতা মোঃ খাদিমুল ইসলাম প্রমূখ।

Exit mobile version