মোঃ আব্দুল আজিম, দিনাজপুর প্রতিনিধি ॥ মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, দিনাজপুরের মাদক বিরোধী অভিযানে সদর উপজেলার আস্করপুর ইউপির ৯নং ওয়ার্ডের তাজপুর পশ্চিমপাড়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী লাইলী বেগমকে ১২০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ১৭ নভেম্বর রবিবার দুপুরে গোপন সংসাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: মতিয়ার রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে জেলার সদর উপজেলার আস্করপুর ইউপির মাদক ব্যবসায়ী লাইলী বেগমের বাসায় তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তায় থাকা ১২০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ লাইলীকে আটক করা হয়।
এব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মতিয়ার রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ তে দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ সুত্রে ১৭ নভেম্বর রবিবার দুপুরে ডিএনসি-এর উপ-পরিদর্শক মো: মতিয়ার রহমানের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার আস্করপুর ইউপির মাদক ব্যবসায়ী লাইলী বেগমের বাসায় অভিযান চালিয়ে তার নিজ বসত ঘরে রাখা প্লাস্টিকের বস্তায় ১২০ বোতল ফেন্সিডিল জব্দ করে। সেসময় মাদক কারবারি লাইলীকে আটক করা হয়েছে।