দিনাজপুরে ডিএনসির পৃথক অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ আটক-২

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র মাদক বিরোধী পৃথক অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব কে ১০০ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইক এবং অপরএক অভিযানে আবুল হাসেম এক মাদক ব্যবসায়ীকে ৩ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ১১ নভেম্বর সোমবার রাতে গোপন সংসাদের ভিত্তিতে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ডিএনসির উপ-পরিদর্শক হসিবুল হাসান নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার সুন্দরবন ইউপির খোসালপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী আবুল হাসেম কে ৩ কেজি গাঁজা সহ আটক করেছে। অপর এক অভিযানে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ডিএনডির উপ-পরিদর্শক আবুল কাশেমের নেতৃত্বে শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রানা ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব কে ১০০ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইকসহ আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কোতয়ালী থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, এই মাদক ব্যবসায়ীরা জেলার প্রত্যান্ত গ্রামঞ্চলে মাদকের বিস্তার করে থাকে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

 

Exit mobile version