দিনাজপুরে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর সোমবার সেলফ রিলায়েন্স ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এসআরডিএ) দিনাজপুরের আয়োজনে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান।
বসুন্ধরা হসপিটাল এন্ড ডায়গনস্টিক কমপ্লেক্স ও মাম ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর, ডে কেয়ার সেন্টার প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে সেলফ রিলায়েন্স ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এসআরডিএ) দিনাজপুরের নির্বাহী পরিচালক মোঃ আতিকুর রহমান নিউ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও লাইফ কেয়ার হাসপাতালের পরিচারক ডাঃ মমতাজ বেগম পলি, মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ ইসলাম, পুনর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও এসআরডিএ’র মেডিকেল ক্যাম্প প্রজেক্টরের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মমিনুর রহমান বাপ্পি। স্বাস্থ্য সেবা প্রদান করেন এসআরডিএ’র মেডিকেল ক্যাম্প প্রজেক্টরের প্রজেক্ট পরিচালক, ডেন্টাল সার্জন ডাঃ মোঃ মাসুদুল হক সরকার আপেল।
প্রধান অতিথি দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান বলেন, এসআরডিএ’র বিনামুল্যে এই মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প দিনাজপুরবাসীর জন্য সুফল বয়ে আনবে। এসআরডিএ’র এই প্রতিষ্ঠানের সফলতা কামনা ও স্বাগত জানান তিনি।
সভাপতির বক্তব্যে এসআরডিএ নির্বাহী পরিচালক আতিকুর রহমান নিউ বলেন, আমরা চাই এই স্বাস্থ্যসেবা সরকারের পাশাপাশি বেসরকারি ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ অবহেলিত জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা বিনামুল্যে পৌছে দেয়ার লক্ষ্য নিয়েই কাজ করছি এই সংগঠনের মাধ্যমে। প্রতি মাসেই মেডিকেল ক্যাম্প ও ডেন্টাল ক্যাম্প পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিশুসহ সকল বয়সের মানুষদের মাঝে বিনামুল্যে ডেন্টাল স্বাস্থ্যসেবা প্রধান করা হয়েছে। এই ফ্রি ডেন্টাল ক্যাম্প এর কার্যক্রম চলমান থাকবে বলে আয়োজকরা জানান।

Exit mobile version