স্টাফ রিপোর্টার ॥ “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার-তারুন্যের অঙ্গীকার, দেশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে ৫ অক্টোবার শনিবার বন্ধন কমিউনিটি সেন্টারে গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে সাংগঠনিক কার্যক্রম কে গতিশীল করার লক্ষে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার আহবায়ক মির্জা ওবায়েদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মোঃ হানিফ খান সজিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাসুদ রানা মোন্নাফ। বিশেষ অতিথি রংপুর বিভাগের সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইব্রাহিম খোকন, কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসাইন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, উত্তরবঙ্গের মানুষ সারাজীবন অবহেলিত, বঞ্চিত হয়ে আসছে। স্বৈরাচারী সরকারের বৈষম্যমূলক চিন্তা চেতনার কারণে আমরা উত্তর বঙ্গের মানুষ স্বাস্থ্য, শিক্ষা, চাকুরী হতে বঞ্চিত হয়ে আছি। এই বৈষম্য দূর করতে আমাদের প্রাণপ্রিয় নেতা ভিপি নূর বলেছেন, আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ সারাদেশে ৩শ আসনে প্রার্থী দিবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন।
ক্যাপশনঃ
“জনতার অধিকার, আমাদের অঙ্গীকার-তারুন্যের অঙ্গীকার, দেশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে ৫ অক্টোবার শনিবার বন্ধন কমিউনিটি সেন্টারে গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে সাংগঠনিক কার্যক্রম কে গতিশীল করার লক্ষে আলোচনা সভা ও কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য মোঃ হানিফ খান সজিব। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা শাখার আহবায়ক মির্জা ওবায়েদুর রহমান।