দিনাজপুরে সকল গণহত্যা বিচারের দাবীতে গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচী পালিত

স্টাফ রিপোর্টার ॥ “গনতন্ত্র-ন্যায়বিচার-অধিকার-জাতীয় স্বার্থ”-এই শ্লোগানকে সামনে রেখে ১৫ আগস্ট বৃহস্পতিবার দিনাজপুর জিলা স্কুল সংলগ্ন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কেন্দ্রীয় নেতা ভিপি নূরের নির্দেশনায় সারা দেশের ন্যায় গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এবং ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের অংশগ্রহনে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
অবস্থান কর্মসূচীতে দিনাজপুর জেলা শাখার সভাপতি মির্জা ওবায়েদুর রহমান, সদস্য সচিব ফাইজার রহমান সবুজ, যুগ্ম আহবায়ক গোলাম আজম, যুগ্ম সচিব মোঃ বেলাল হোসেন, মোঃ বাধন, মোঃ মোমিনুল ইসলাম, সদর উপজেলা কমিটির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মোঃ আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোসাদ্দেক হোসেন, যুব অধিকার পরিষদের সেক্রেটারী ইয়াকুব আলী, যুগ্ম সদস্য সচিব মোঃ বেলাল, শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক মোঃ সেলিম রেজা, বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা করে ফ্যাসিস্ট কায়েম, পিলখানা সেনা অফিসার হত্যা, শাপলা চত্বরে আলেম হত্যাসহ সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মাষ্টার মাইন্ড শেখ হাসিনাকে দেশের ফিরিয়ে এনে বিচারসহ জড়িত সকলের বিচার ও গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবীতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ভিপি নূরের নির্দেশনায় সারা দেশের মতো আমরাও আজ অবস্থান কর্মসূচী পালন করছি।

ক্যাপশনঃ
“গনতন্ত্র-ন্যায়বিচার-অধিকার-জাতীয় স্বার্থ”-এই শ্লোগানকে সামনে রেখে ১৫ আগস্ট বৃহস্পতিবার দিনাজপুর জিলা স্কুল সংলগ্ন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কেন্দ্রীয় নেতা ভিপি নূরের নির্দেশনায় সারা দেশের ন্যায় গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এবং ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের অংশগ্রহনে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখছেন গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মির্জা ওবায়েদুর রহমান।

Exit mobile version