স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সদর উপজেলা পাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে সমতল ভূমিতে বসবাসরত অনাগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবমানোন্নয়নের লক্ষ্যে লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে উন্নতজাতের মুরগি বিতরণ করা হয়েছে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে প্রতি জনকে ২০টি করে উন্নতজামের মুরগী প্রদান করতে গিয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছাঃ শাহীনা বেগম বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমানোন্নয়নের মাধ্যমে তাদের সাবলম্বি করতে সরকার এই মুরগি প্রদান করছে। আমরা বিশ্বাস করি উন্নয়নের মূল ¯্রােতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সম্পৃক্ত করতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। জেলা প্রাণি সম্পদ দপ্তরের অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আমাদের সমাজের একটি অংশ। তারা যাতে কোনভাবেই পিছিয়ে না পড়ে। এই মুরগী পালনের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন করার উদ্দেশ্যে এই উন্নতমানের মুরগি প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শারমিন আক্তার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ফিল্ড ফেসিলেটর জ্যো¯œা হাসদা। অনুষ্ঠানে দিনাজপুরের সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিটি পরিবারকে ২০টি করে মোট ২৪৯টি উন্নতজাতের মুরগি প্রদান করা হয়।