দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষ থেকে নবাগত দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সেখ সাদেক আলীকে সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার ॥ ২৭ অক্টোবর রোববার দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মমতাজ বেগম পালি ও সাধারন সম্পাদক আতিকুর রহমান নিউ এর নেতৃত্বে সদস্যরা নবাগত দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সেখ সাদেক আলীকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সহ-সভাপতি ডাঃ মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আক্তারুজ্জামান সবুজ, সহ-সাধারন সম্পাদক জাকির হোসেন, মমিনুর রহমান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ বুলু, কোষাধ্যক্ষ আতিকুর রহমান আতিক, মোঃ বেলাল হোসেন, মোঃ রবিউল আলম, সদস্য নিতাই চন্দ্র রায়, মোঃ তারিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মোঃ তোফায়েল আহমেদ, মোঃ জুয়েল, শ্রী জগদিশ চন্দ্র রায়, মোঃ জাকির, সালমা আক্তার, আবু রায়হান ইভা, মনোয়ার সেলিম, শামীম হোসেন, আল মাহমুদ, আশরাফুল আলম, ফিরোজ কবির, আবু তারেক উপস্থিত ছিলেন। দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এ.এফ.এম নুরুল্লাহকে সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। আরও উপস্থিত ছিলেন শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নুরুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডাঃ মশিউর রহমান, ডাঃ রইচ উদ্দিন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবাগত অধ্যক্ষ ডাঃ সেখ সাদেক আলী বলেন, জন্ম-মৃত্যু সব আল্লাহর হাতে। চিকিৎসকরা শুধু রোগীদের সাথে একটু ভালো ব্যবহার করবেন এইটুকু আমার চাওয়া। দিনাজপুরবাসীর চিকিৎসা সেবা পেতে আমাদের উপর নির্ভরশীল। তাদের আশা এবং পূরণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। আপনারা শুধু সরকারি নিয়ম-নীতি মেনে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগীদের সেবা প্রদান করবেন। দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি সভাপতি ডাঃ মমতাজ বেগম পালি ও সাধারন সম্পাদক আতিকুর রহমান নিউ নবাগত অধ্যক্ষের সাথে মতবিনিময় করতে গিয়ে বলেন, সরকারের স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। সরকারের নিয়ম-নীতি মেনে আমরা রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছি।

Exit mobile version