স্টাফ রিপোর্টার ॥ “মানুষ মানুষের জন্য- জীবন জীবনের জন্য” -এই গানের
ছন্দকে সামনে রেখে দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন
কালিতলাস্থ পৌর মার্কেট কার্যালয় চত্বরে কর্মহীন-অসুস্থ ও দুঃস্থ
শ্রমিকদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার সামগ্রী
বিতরণ ও প্রতিবারের মতো এবারেও বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মীর
মোঃ আনিসুজ্জামান মিলন এর সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী শ্রমিকদের
মাঝে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ সাদেকুল ইসলাম। শুভেচ্ছা
বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ মাহ্ধসঢ়;ফুজ আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ
আব্দুল মজিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান, অর্থ
সম্পাদক মোঃ মোস্তাক আলম, দপ্তর সম্পাদক মোঃ জহির উদ্দীন, প্রচার
সম্পাদক মোঃ রাজিউল ইসলাম রাজু, কার্যকারী সদস্য মোঃ শওকত আলী,
আব্দুল গনি ও মোঃ আক্তার হোসেন বুদ্দু। কর্মহীন অসুস্থ শ্রমিকদের মাঝে
ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ এবং সহযোগিতা করেন উপদেষ্টা
গাউসিয়া ইলেকট্রিক এর সত্ত্বাধিকারী মোঃ সাগির আহম্মেদ, সততা
ট্রেডার্স এর মামুন সরকার, গ্লোরি ইলেকট্রিক এর সত্ত্বাধিকারী
জিয়াউল হক টিপু, মা ইলেকট্রিক এর সত্ত্বাধিকারী রুবেল ইসলাম, স্নেহা
ইলেকট্রিক এর মোঃ শরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর একেএম
মাসুদুল ইসলাম মাসুদ এবং সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও বিদ্যুৎ বিভাগের
ঠিকাদার সুনীল চক্রবর্তীসহ বিভিন্ন ক্যাবল্ধসঢ়;স কোম্পানীর
প্রতিনিধিরা। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন হাফেজ ক্বারী রাছেল
ইসলাম ও মাওলানা আনোয়ার হুসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক
সাংগঠনিক সম্পাকদ মোঃ শহিদুল ইসলাম। সভাপতির বক্তব্যে মীর মোঃ
আনিসুজ্জামান মিলন বলেন, শ্রমিকরা আমাদের সংগঠনের নিবেদিত
প্রাণ। যারা অসুস্থ বা কর্মহীন তাদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে
নিতে সবার সহযোগিতায় এই ঈদ সামগ্রী প্রদান ও বস্ত্র বিতরণ
কর্মসূচী গ্রহন করেছে।