দিনে দুপুরে ডাকাতি সংঘটিত মধ্য বাড্ডায় , ১৫৮ ট তৃতীয় তলার বাসিন্দা আমাদের এ স্টাফ রিপোরটারের ছেলে ঈশানের ঢাকাস্থ বাসায় এ ডাকাতি সংঘটিত হয়, সে সময় ঈশানের মা হাসপাতালে যাওরার পর এঘটনা ঘটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে পুলিস সেখানে উপস্থিত হয়ে বি স্তারিত তথ্য সংগ্রহ করছে।
আলিফা গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ভূয়া গোয়েন্দা (ডিবি) পুলিশ সেজে ব্যাটারীর গুদামে ঢুকে নগদ টাকা ও মালামাল লুট করার অভিযোগে আন্ত:জেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার করে মহানগর জিএমপি পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত ১০৩টি অটো রিক্সার ব্যাটারী এবং ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম ও ৬টি ককটেল উদ্ধার করে পুলিশ।…