দুমকিতে ডিভোর্সের জেরে ঘুমন্ত স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ পাষন্ড স্বামীর বিরুদ্ধে !

পটুয়াখালীর দুমকিতে ইতি আক্তার

 

মো.সুৃমন মৃধাঃ দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ইতি আক্তার (২৬) নামে এক নারীকে নিজ বাবার বসত ঘরে ঘুমন্ত অবস্থায় শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তার সদ্য তালাক দেয়া স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ মে) রাত দেড়টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড’র উত্তর পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোসাঃ ইতি আঃ মান্নান খানের মেয়ে।
খবর পেয়ে শুক্রবার সকালে দুমকি থানার ওসি মো. আবদুস সালাম ও পটুয়াখালী সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে প্রেমের সম্পর্কের ভিত্তিতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের নুর আলীর ছেলে জলিল (৩২) এর সঙ্গে ইতির বিয়ে হয়। বিয়ের পর থেকেই জলিল যৌতুকের দাবিতে ইতিকে প্রায়ই মারধর করত। প্রায় ৫ বছর আগে ইতি ঢাকা থেকে তার বাবার বাড়ি চলে আসে এবং তাদের আজমাইন (৫) নামে একটি ছেলে সন্তানের জন্ম হয়। স্বামীর অত্যাচার সইতে না পেরে ইতি ১৩ মে তার স্বামীকে ডিভোর্স দেয়।

সম্প্রতি তালাকের জের ধরে গতকাল গভীর রাতে জলিল ঢাকা থেকে গোপনে তার শ্বশুর বাড়িতে পৌঁছে ঘুমন্ত ইতিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় । বাবা মা টের পেলে চিৎকারে পাশের লোকজন ছুটে আসে। তাদের সহায়তায় দগ্ধ ইতিকে প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে বরিশালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হলে ভোর সাড়ে ৬ টায় পথে মৃত্যু হয়।

ইতির বাবা মন্নান খান বলেন , আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। জলিলকে আমি ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে দেখেছি।
দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version