দুমকিতে দৈনিক কালবেলা’র বর্ষপূর্তি উদযাপন

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে জন্মদিনের কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দৈনিক কালবেলা’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রেসক্লাব দুমকির হলরুমে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো: মো: জসিম উদ্দিন সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো: মিজানুর রহমান সিকদার প্রধান অতিথি ছিলেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেশরূপান্তর প্রতিনিধি মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে দুমকি থানার ওসি (তদন্ত) মো: মাহবুবুর রহমান, সরকারি জনতা কলেজের সহযোগী অধ্যাপক মো: আসাদুজ্জামান আসাদ, সহযোগী অধ্যাপক মো: সহিদুল ইসলাম, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো: আজাহার আলী মৃধা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এল.এ.এম ইউনাইটেড মহিলা কলেজের সিনিয়র প্রভাষক মো: আনিসুর রহমান মিন্টু, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক, মৌকরণ বিএলপি কলেজের সহকারি অধ্যাপক মো: মাইনুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করে শুভেচ্ছ বক্তৃতা করেন, সাংবাদিক মো: হারুন অর রশিদ,  মো: সাইফুল ইসলাম, প্রমুখ।
কালবেলা’র উপজেলা প্রতিনিধি মো: রাজিবুল ইসলাম রন্টি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কেক কেটে দোয়া-মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।
Exit mobile version