দুমকিতে বিস্কুট কিনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী!

(১৪) নামের এক কিশোরী।

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে দোকানে বিস্কুট কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে সুমাইয়া (১৪) নামের এক কিশোরী।
মঙ্গলবার বিকেলে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।  এ ঘটনায় দুমকি থানায় ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়েরে করেছেন। পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়,  উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শহীদ মুন্সির স্কুলপড়ুয়া সুমাইয়া মঙ্গলবার বিকেলে বাড়ির সামনে দোকানে বিস্কুট কিনতে গেলে ৩নং ওয়ার্ডের বাসিন্দা বারেক সরদারের ছেলে ( দোকান মালিক)  আবু বকর সরদার নানান লোভ দেখিয়ে ওই কিশোরীকে দোকান সংলগ্ন বসতঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় রাস্তার পথচারীরা দেখতে পেয়ে ধর্ষণের শিকার কিশোরী ও ধর্ষক আবু বকরকে হাতেনাতে আটক করে ৯৯৯ ফোন দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে বিলম্ব হলে ধর্ষক আবু বকর পালিয়ে যায়।  পরে ঘটনাস্থল থেকে  ভিকটিম কিশোরীকে উদ্ধার করে আজ বুধবার (১৩ এপ্রিল) সকালে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  এব্যাপারে ওই কিশোরীর বাবা শহীদ মুন্সি  বাদি হয়ে মঙ্গলবার  রাতে দুমকি থানায় একটি ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। (মামলা নং ০৭)।
দুমকি থানার অফিসার ইনচার্জ আঃ সালাম জানান, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Exit mobile version