দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ জালাল আহমেদ, ইসলামী আন্দোলন দুমকী শাখার সভাপতি মাওলানা মোঃ মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ মিয়া, কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, প্রেসক্লাব দুমকীর সভাপতি মোঃ হারুন অর রশিদ প্রমূখ।
আলোচনা সভা শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা দোয়া মোনাজাত করা হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
##