দেশে করোনার নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হয়েছে মোট ২১ জনের। এদের মধ্যে ১৪ জনই নারী।
শনিবার (৮ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) বৈশ্বিক ডাটাবেস থেকে এই তথ্য জানা গেছে।
সংস্থাটি জানিয়েছে, এদিন ওমিক্রনে নতুন করে আরও একজন শনাক্ত হয়েছেন। ওই ব্যক্তি ঢাকায় অবস্থান করছেন। তিনি একজন পুরুষ এবং তার বয়স ২২ বছর। গত ২৮ ডিসেম্বর তার নমুনা সংগ্রহ করা হয়।
জিআইএসএআইডি সূত্র জানায়, দেশে গত ১১ ডিসেম্বর প্রথম দুজন নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। গত ৬ জানুয়ারি দেশে ১০ জনের ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যায়। ৩১ ডিসেম্বর তিন জনের দেহে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর জানায় জিআইএসএআইডি। এরও আগে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন এবং রাতে তিনজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়। আগের দিন ২৭ ডিসেম্বর রাতে আরও একজনের নমুনায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার তথ্য জানায় সংস্থাটি।
দেশে আরও ১০ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের দক্ষিণ আফ্রিকার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সবমিলিয়ে দেশে এ পর্যন্ত ২০ জনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হলো। আক্রান্তদের সবাই ঢাকা শহরের বাসিন্দা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ইনস্টিটিউট ফর…
দেশে নতুন করে আরও ২২ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেল। নতুন শনাক্তের সবাই ঢাকার বাসিন্দা। রোববার (১৬ জানুয়ারি) করোনার জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এ তথ্য…
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আরো ৩৫ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে সেন্টারটিতে মোট ৩৮ জনের ওমিক্রন শনাক্ত হলো। রোববার (২৩ জানুয়ারি) যবিপ্রবির জিনোম সেন্টারে বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক করোনার নতুন এ ধরন শনাক্তের বিষয়টি প্রকাশ করে। গবেষক দলটি গত বছরের ৩১ ডিসেম্বর হতে চলতি বছরের ১৯…