ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ -১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর ও মধ্যনগর) আসনের সংসদ সদস্য পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদার গতকাল রবিবার (৯জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে বেলা একটা পর্যন্ত ধর্মপাশা উপজেলা সদর বাজারে গণসংযোগ করেছেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ।গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা সদরের হাসপাতাল রোডস্থ আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সামনে এক পথ সভায় মিলিত হন । পথ সভায় আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন দলীয মনোনয়ন প্রত্যাশী বিনয় ভূষন তালুকদার।এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুবায়ের পাশা হিমু, সদস্য বিকাশ রঞ্জন তালুকদার ,এনামুল হক এনাম, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ, সেলববরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল আলম, সাধারণ সম্পাদক দুলা মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন বেপারি, ধর্মপাশা সদর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক পাখি চন্দ্র সিংহ, উপজেলা যুবলীগের সহ সভাপতি এম আর খান পাঠান,ত্রাণ বিষয়ক সম্পাদক সোহান আহমেদ,উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম রাজা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান প্রমুখ ।